Breaking News

চুলের যত্নে ব্যবহার করুন আলুর রস পাবেন ঝলমলে চুল

Image
 

চুলের যত্নে শুধু পেঁয়াজ নয়, ব্যবহার করুন আলুর রস। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চুলের যত্নে আলুর রসের অবদানের কথা। আলুর রসে পর্যাপ্ত পরিমাণে স্ট্রার্চ থাকায় এটি চুলে উপস্থিত অতিরিক্ত তেল শোষন করে নেয়। পাশাপাশি আলুর রস দিয়ে চুল ধুতে পারলে চুলের গোড়া মজবুত হয়। সেইসঙ্গেই আলুর রস পান করলেও চুল মজবুত হয়। প্রতিদিন আলুর রসের ব্যবহার চুলের বৃদ্ধিতেও সহায়ক। 

 

কখন কীভাবে ব্যবহার করবেন-

 রাতে শোওয়ার আগে ভালোভাবে চুলের গোড়ায় আলুর রস লাগিয়ে নিন। সকালে উঠে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আলুর রসে যদি সামান্য লেবুর রস মিশিয়ে লাগান, তবে রুক্ষ চুলের সমস্যা থেকেও মুক্তি পাবেন।

 

আলুর রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে চুলের বৃদ্ধি হয় দ্বিগুণ গতিতে। এছাড়াও আলুর রসের ব্যবহারে সাদা চুলের সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

 

কিভাবে তৈরি করবেন আলুর রস-

আলু ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর এটি গ্রেট করে তার রস বের করে নিতে পারেন বা জুসারের মাধ্যমেও রস বের করে নিতে পারেন। এই রস সঙ্গে সঙ্গে পান করুন। 

 

চুলে লাগানোর জন্য, রস বের করে ফ্রিজে রেখে দিন, রাতে শোওয়ার আগে ব্যবহার করুন। তবে ব্যবহারের কিছু সময় আগে রস বের করে নেওয়াটাই সবচেয়ে ভালো।

Share With:


Leave a Comment

  

Other related news