Breaking News

ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন পুজোর আগেই

Image
 

ব্রণ, ফুসকুড়ি, মুখে দাগ বা বলি রেখা- ত্বকের নানান ধরনের সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কফিতেই। কিন্তু জানতে হবে এর সঠিক ব্যবহার। কফির তিনটি ফেস প্যাক ত্বকের নানান সমস্যার সমাধান করবে যাদুর মতন। এই তিনটি প্যাক সম্পর্কে তাহলে জেনে নেওয়া যাক চট করে-

 

কফি ও মধুর প্যাক

কফি ও মধুর প্যাক আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। ১ চামচ কফি গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাক হালকা হাতে মুখে মেখে, ১৫ মিনিট এভাবেই ছেড়ে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। 

 

কফি ও দুধ প্যাক

এই প্যাক মৃত কোষগুলি দূর করে ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। ১ টেবিল চামচ কফি গুঁড়োর সঙ্গে দেড় টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক ১৫ মিনিটের জন্য মুখে মেখে রাখুন এবং নির্দিষ্ট সময় পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। 

 

কফি, হলুদ ও নারকেল তেল

এই প্যাক ব্যবহারে ব্রণের সমস্যা থেকে মুক্তি মিলবে দ্রুত। ১ টেবিল-চামচ কফি গুঁড়ো, আধ চামচ নারকেল তেল ও এক চুটকি হলুদ নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকও ১৫ থেকে ২০ মিনিট মুখে মেখে রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured