Breaking News

ভরসা রাখুন পাকা আমে হবে শাইনি সিল্কি চুল

Image
 

আম খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। স্বাদের পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে চুলের পরিচর্যায় আম দারুণ ভূমিকা রাখে, জানেন কি? নাহলে জেনে নিন, চুলের যত্নে কীভাবে পাকা আম ব্যবহার যেতে পারে-

আম- ১ টা
টক দই- ২ চামচ
ডিমের কুসুম- ১ টা

আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন এবং আঁটি আলাদা করে আমের পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট একটি পাত্রে নিয়ে দই ও ডিমের কুসুম দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে একটি হেয়ার ক্যাপ দিয়ে চুল মুড়িয়ে রাখুন। আধ ঘন্টা পর ভালো করে ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন । 


ভালো ফলাফলের জন্য সপ্তাহে দু'দিন অন্তত এই প্যাক ব্যবহার করুন।

এই প্যাক ব্যবহারে চুল হবে ঘন, মজবুত। আমে উপস্থিত খনিজ, ফলেট ও অন্যান্য যৌগ চুলের গোড়া শক্ত করে। টক দইতে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, চুল মজবুত করতে সহায়তা করে। ডিমের কুসুমে রয়েছে ভিটামিন এ, ডি, ও ই। রয়েছে প্রোটিন, বায়োটিন, ফলেট। এতে থাকা ভিটামিন চুল ড্যামেজ হওয়া থেকে আটকায় এবং চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে, যাতে করে চুল হয় নরম, উজ্জ্বল।

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured