Breaking News

ট্রেলারেই মাত করেছে ‘পিহু’, বলিউড কাঁপিয়ে আসছে এই থ্রিলার 

Image
 

শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক, ২৬ অক্টোবর: মাত্র ২ মিনিটের একটি ট্রেলার। তাতেই কেঁপে গেছে বলিউড বিশ্ব। অমিতাভ বচ্চন, মধুর ভান্ডারকার, ভুমি পেডনেকার, সারা ভাস্কর কিংবা অভিষেক কাপুর প্রমুখ বলিউড তারকার টুইট অভিনন্দনে মাতোয়ারা।


ইতিমধ্যেই ট্রেলার ২ মিলিয়নের বেশী শেয়ার হয়ে ছড়িয়ে পড়েছে এবং প্রতিমুহূর্তে সেই শেয়ারের পরিমাণ বাড়ছে। সিনেমার চরিত্রে মাত্র ২জন মহিলা! না , ভুল হল একজনই মহিলা। না আবার ভুল হল একজন ২বছরের শিশুকন্যা আর একজন মৃতা মহিলা। তাতেই কামাল!  সিনেমার নাম পিহু। ২ মিনিটের ভাইরাল হওয়া এই ট্রেলারে দেখা যাচ্ছে একটি দু’বছরের মেয়ে একা বাড়িতে। পাশেই শুয়ে আছে তার মৃত মা। মেয়েটি বেলুন নিয়ে খেলছে, টিভি খুলছে নাচবে বলে। মেয়েটি তার মাকে জাগানোর চেষ্টা করছে হাত নাড়িয়ে, গালে থাপ্পড় মেরে কিন্তু মা শুয়ে আছে। মেয়েটি নিজের খাবার বানাতে মাইক্রোভেন খুলছে। মেয়েটি নিজের পুতুলের সঙ্গে কথা বলছে , গান করছে। হঠাৎ পুতুলটি পড়ে যায় ব্যালকনি থেকে। মেয়েটি ব্যালকনিতে উঠছে, এসব দেখতে দেখতেই দর্শকের হৃৎপিণ্ড উপড়ে যাওয়ার যোগাড়।


মীরা আর প্রেরনা বিশ্বকর্মা অভিনীত এই সিনেমার ট্রেলার এতটাই জনপ্রিয় যে বক্স অফিসে এই সিনেমা ঝড় তুলবে এ বিষয়ে সন্দেহ কি? বিনোদ কাপড়ি পরিচালিত এই স্বল্প বাজেটের ছবির সঙ্গে যুক্ত রয়েছেন রনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রয় কাপুর, শিল্পা জিন্দালের মত সিনেমা ব্যক্তিত্বরা। সামাজিক থ্রিলার ভিত্তিক এই ছবির ট্রেলারটাই যখন এতটাই জনপ্রিয় হয়েছে তখন সিনেমা কি হবে বলার অপেক্ষা রাখেনা। বাজারে আসার আগে একবার দেখে নিতে পারেন ট্রেলারটা। 

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured