Breaking News

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা এবার পা রাখছেন টলিউডে 

Image
 

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ১৮ সেপ্টেম্বর : দীর্ঘ দিন ধরে বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা কবে বাংলা গান গাইবেন তার জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। 

তবে এবারে বাদশা শহরে এসে জানিয়েছিলেন যে, "তিনি বাংলা গান করতে চান খুব তাড়াতাড়ি"। আর এই কারণে বাদশা নিজের অ্যালবামের সেই গান তৈরি করার আগেই বাংলা ছবির একটি গান গাইলেন। সেই বাংলা গানটি হল 'ভোলে বাবা পার করেগা'। 

ইতিমধ্যে গানটি তৈরি হয়েছে জ্যাম এইট-এর হেঁশেলে। যে হেঁশেলের মাথা বলিউডের বিখ্যাত সুরকার প্রীতম। এছাড়া নতুন এই গানের সুরকার শুভদীপ মিত্র। ইতিমধ্যে 'ক্রিসক্রস' ছবির বিভিন্ন গান যেমন 'দুনিয়া'-ও তৈরি হয়েছিল একই হেঁশেলে। আর দুনিয়া'র সুরকারও ছিলেন শুভদীপ। এই গান নিয়ে তিনি বলছিলেন, বাংলা গান তৈরি হওয়ার সময় প্রীতমদা খুবই এক্সাইটেড থাকে। এবার প্রীতমের হেঁশেলের গানে বাদশার গলা, যেখানে বাদশার মুখ দিয়ে বের হচ্ছে বাংলা শব্দ, এ তো বাঙালির কাছে রসগোল্লা না চাইতেই মিষ্টি দই! 'ভিলেন' ছবির এই গানে দেখা যাবে অঙ্কুশ, মিমি আর ঋত্বিকাকে। আর সম্প্রতি শহরেই হয়ে গেল গানের শ্যুটিং।

Share With:


Leave a Comment

  

Other related news

 

Featured