এবার একবছরের প্ল্যান নিয়ে এল টেলি কোম্পানি গুলি.....

এবার একবছরের প্ল্যান নিয়ে এল টেলি কোম্পানি গুলি.....
ভাস্কর বাগচী,শিলিগুড়ি,১৮ই জানুয়ারি:টেলি কোম্পানি গুলো এখন একে অপরের সাথে প্রতিযোগিতার দৌড়ে।জিও আসার পর এই প্রতিযোগিতা অনেকটাই বেড়ে গেছে।সস্তার দুনিয়া তৈরীর দৌড়ে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছে সব কোম্পানিরা।শুরু হয়ে গেছে গ্রাহক টানার কম্পিটিশন।
এবারে গ্রাহকদের সুবিধার জন্য কোম্পানীগুলি একবছরের প্লান নিয়ে এসেছে।কাস্টমার একবার রিচার্জ করলেই সারা বছরের জন্য কেল্লা ফতে।এক বছরের জন্য আনলিমিটেড কলের সাথে পুরো দুনিয়া হাতের মুঠোয়।
জিও: আসুন জেনেনি জিও যে প্লান্টটি নিয়ে এসেছে তার সম্পর্কে।এখনও পর্যন্ত গ্রাহক সংখ্যার বিচারে জিও হলো সর্বোচ্চ শিখরে সেই গ্রাহকদের জন্য জিও যে প্লান্ট টি নিয়ে এসেছে তাহল ১৬৯৯ টাকা ।এই প্ল্যানটি রিচার্জ করলেই গ্রাহকরা পেয়ে যাবে আন লিমিটেড কল,১.৫ জিবি ডেটা ও প্রতিদিন ১০০টি এসএমএস এর সুবিধা।
ভোডাফোন ও আইডিয়া:নেটওয়ার্ক এর দুনিয়ায় ভোডাফোন ও আইডিয়ার তুলনা হয়না। গ্রাহকদের বিচারে বিশ্বের প্রতিটি কোনে ভোডাফোনের ও আইডিয়ার নেটওয়ার্ক পাওয়া যায়।তারা গ্রাহক ধরে রাখতে ১৪৯৯ টাকার একটা প্লান নিয়ে এসেছে যা রিচার্জ করলে গ্রাহক পেয়ে যাবে এক বছরের বৈধতা,প্রতিদিন ১ জিবি ডেটা,আনলিমিটেডি কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস।
বিএসএনএল: কম্পিটিশন এর দৌড়ে বিএসএনএলও কম যায়না।বহু মানুষের কাছে একমাত্র ভরসা এই কোম্পানি।তাই গ্রাহক ধরে রাখার দৌড়ে এবার তারা নিয়ে এসেছে এক বছরের প্ল্যান।শুধুমাত্র ১৩১২ টাকায় ৩৬৫ দিনের জন্য পাওয়া যাবে প্রতিদিন ৫ জিবি ২জি/৩জি ইন্টারনেট এবং আনলিমিটেড কলের সুবিদা।
Leave a Comment