Breaking News

Sikkim Tragic Accident: সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত বহু

Image
 

দুর্ঘটনা পিছু ছাড়ে না সিকিমকে। কখনও প্রাকৃতিক বিপর্যয়, কখনও আবার ভয়াবহ দুর্ঘটনা লেগেই আছে এই এলাকায়। আজ সপ্তাহান্তে ফের দুর্ঘটনার মুখোমুখী সিকিমের রানিপুল। ভয়াবহ দুর্ঘটনা মৃত ৩ এবং গুরুতর জখম বহু।

 

ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৮ টা। সপ্তাহান্তে তখন মেলায় সাধারণ মানুষের ভিড়। অনেক আনন্দ, হই হুল্লোড়। আচমকাই নিয়ন্ত্রণ হারানো একটি দুধের ট্যাঙ্কার সিকিমের রানিপুলের একাধিক পথচারীকে ধাক্কা মারে। একলহমায় পরিস্থিতি বদল গেল। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ হয়েছে যে, ৩ জনের মৃত্যু হয় এবং প্রায় ১২ জন গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে।

Share With:


Leave a Comment

  

Other related news