Breaking News

জল্পেশ থেকে ফেরার পথে মিরিকের কাছে দুর্ঘটনা কবলে ভক্ত বোঝাই পিকআপ ভ্যান, মৃত ১, আহত ২৬

Image
 

মিরিকে পথের বাঁকে উল্টে গেল গাড়ি, ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু! চারিদিকে রক্ত, কান্না-হাহাকার

 

জল্পেশে পুজো দিয়ে মিরিকে বেড়াতে এসে ভয়ঙ্কর দুর্ঘটনা। উলটে গেল পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু এক পূণ্যার্থীর। আহত ২৬ জন। তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সকলেই আলিপুরদুয়ারের বারোভিশার বাসিন্দা। মিরিকের কাছে গয়াবাড়িতে পাহাড়ি বাঁকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Share With:


Leave a Comment

  

Other related news